তথ্যপ্রযুক্তি

মানুষ করবে রোবটের কাজ!

ঢাকা অর্থনীতি ডেস্ক: মানুষের শরীরের নড়াচড়া অনুকরণ করে নিজের হাত ও পা নাড়াতে পারে ‘এক্সোসকেলেটন স্যুট’  নামের রোবটটি। খোলসের আদলে তৈরি রোবটটির ভেতরে প্রবেশ করে মানুষ নির্দিষ্ট স্থানে হাত ও পা রাখলেই সেগুলোর নড়াচড়া শনাক্ত করে নিজের হাত ও পা নাড়াবে আট ফুটি রোবটটি।

ফলে এটি কাজে লাগিয়ে মানুষ ভারী বস্তু উঠানামাসহ বিভিন্ন কাজ করতে পারবে।  জাপানের স্কেলেটনিকস প্রতিষ্ঠানের তৈরি রোবট স্যুটটি কিনতে গুনতে হবে ৭০ হাজার পাউন্ড।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close