সাভারস্থানীয় সংবাদ

মুখে মাস্ক নেই, সাভারে ১৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আজও সাভারে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বাসার বাহিরে ঘোরাফেরা করার অপরাধে ১৮ জনকে ৬ হাজার ৯শ টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানা পর প্রশাসনের পক্ষে তাদেরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের থানা রোড এলাকায় এ অভিযান চালিয়ে জরিমানা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি নিশ্চিতের লক্ষ্যে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় থানা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে মাস্ক না পড়ার অপরাধে ১৮ জনকে ৬ হাজার ৯শ টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সাথে তাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। সামনের দিনগুলোতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Related Articles

Leave a Reply

Close
Close