বিশ্বজুড়ে

মুসলিম বন্ধুর জন্য গুলি খেতেও পিছপা হবেন না: রাফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত ভারত। এই আইন নিয়ে কার্যত ভাগ হয়ে গেছে গোটা ভারত।

ফারহান আখতার, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যাবরা রাস্তায় নেমেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল গায়ক র‌্যাপার রাফতারের নাম।

একটি অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করছেন রাফতার। সেখানে তিনি বলেন, তার মুসলিম বন্ধু আরশাদ যেভাবে তার খেয়াল রাখেন, তা অন্য কেউ করতে পারে না। তাই, আরশাদকে যদি কেউ ভারত থেকে বের করে দেওয়ার কথা বলেন, তাহলে প্রতিবাদ করবেন তিনি। আরশাদের জন্য গুলি খেতেও তিনি পিছপা হবেন না বলে জানান রাফতার। হিন্দু, মুসলিম, শিখ, খ্রীস্টান সবাই এ দেশে মিলেমিশে বসবাস করবেন বলেও মত প্রকাশ করেন বলিউডের এই গায়ক।

রাফতার আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ তিনি জোর গলায় করবেন। এর ফলে যদি তার ক্যারিয়ারের ক্ষতি হয়, তাহলে বুঝে নেবেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সবসময় করবেন বলে স্পষ্ট জানান রাফতার।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close