খেলাধুলাদেশজুড়ে

মুস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বকাপের আগে যেন বিয়ের ধুম লেগেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আবু হায়দার রনি থেকে শুরু করে একে একে বিয়ের পিঁড়িতে বসেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। বিশ্বকাপের মুস্তাফিজুর রহমানও বসেন বিয়ের পিঁড়িতে।

গেল ২২ মে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন মুস্তাফিজ। এদিন দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে তার বিয়ে অনুষ্ঠিত হয়। মায়ের পছন্দে মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার।

এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুস্তাফিজের বৌভাত। আগামী ১৩ জুলাই, শনিবার সাতক্ষীরায় কাটার মাস্টারের বৌভাত অনুষ্ঠিত হবে।

মুস্তাফিজের স্ত্রী শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শিমু সম্পর্কে মুস্তাফিজের মামাতো বোন। তার বাবা রওনাকুল ইসলাম বাবু সম্পর্কে মুস্তাফিজের মেজো মামা।

জাতীয় দলের তারকা ক্রিকেটার হলেও মুস্তাফিজের বিয়ে সম্পন্ন হয়েছে একেবারেই ঘরোয়া পরিবেশে। বিয়েতে মাত্র ৩০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মুস্তাফিজ। বিয়েতে দুই পরিবারের হাতেগোনা কয়েকজন সদস্য ছাড়া তেমন কোনো আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন না।

মুস্তাফিজের পরিবারের পক্ষ থেকে তখন অবশ্য জানানো হয়েছিল, বিশ্বকাপের পর বৌভাত আয়োজন করা হবে। সেখানে অতিথিসহ উভয় পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন। এবার সেটাই করা হচ্ছে।

বিশ্বকাপ মিশন শেষে দলের সঙ্গে আজ দেশে ফিরছেন মুস্তাফিজ। অন্যদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে মুস্তাফিজের গ্রামের বাড়িতে এরই মধ্যে শুরু হয়েছে বৌভাতের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি। আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি জোরেসোরে চলছে সাজসজ্জার কাজ।

Related Articles

Leave a Reply

Close
Close