বিশ্বজুড়ে

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, দিশেহারা ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে এখন ভয়াবহ বিপর্যয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০২ জনে। শুধু নিউইয়র্কে মারা গেছেন ৩ হাজার ২১৮ জন।

আক্রান্তের সংখ্যায় দেশটি এখন ইতালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ২ লাখ ৫১ হাজার ৬৯৯ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৫ হাজার ৭৮৭ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন। এদিকে চীন থেকে জরুরি মেডিকেল সরঞ্জাম পৌঁছেছে যুক্তরাষ্ট্রে।

Related Articles

Leave a Reply

Close
Close