জীবন-যাপনদেশজুড়ে

মেঘ-বৃষ্টি কাটলে শীত নামবে

ঢাকা অর্থনীতি ডেস্ক: থেমে থেমে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকার এমন বৃষ্টির দেখা মেলে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই মেঘলা আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি শনিবারও চলতে পারে। রোববার থেকে বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এর পর তাপমাত্রা কমে শীতের দেখা মিলবে।

আবহাওয়াবিদেরা বলছেন, দেশের বিভিন্ন এলাকার আকাশে উড়ে আসা মেঘ এসেছে মূলত সুদূর আরব সাগর থেকে। সেখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ইয়েমেন উপকূলের দিকে এগোচ্ছে। কিন্তু ওই নিম্নচাপ থেকে একখণ্ড মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আরব সাগরের শুষ্ক পুবালি বায়ুও রয়েছে। উল্টো দিক থেকে নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জলীয় বাষ্পে পূর্ণ পুবালি বাতাস ও উত্তরের শুষ্ক হিমেল বাতাসের সংঘাতে দেশের বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close