তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

মোদির টুইটার হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হ্যাকের পর তার ফলোয়ারদের কাছে ত্রাণের সহায়তা চেয়ে হ্যাকাররা বেশ কয়েকটি টুইট করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

হ্যাক হওয়া অ্যাকাউন্টটি ২০১১ সালের মে থেকে ব্যবহার করছেন মোদি, সেখানে তার ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি টুইট করেছেন তিনি।

মোদির টুইটার হ্যাক হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘পুতিনের নির্দেশেই বিষ দেয়া হয় রুশ নেতা নাভালনিকে’

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, হ্যাকের ঘটনার পর প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা পাঠাতে একাধিকবার অনুরোধ করা হয়েছে।

২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর এবার মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও হ্যাকের শিকার হন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close