শিল্প-বানিজ্য

মোবাইল থেকে ব্যাংকে টাকা লেনদেনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থেকে বাণিজ্যিক ব্যাংকের হিসাবে টাকা জমা দেয়ার সীমা বাড়িয়েছে। এখন গ্রাহকরা মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। আগে এ সীমা ৩০ হাজার টাকা ছিল।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ বিষয়ক বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, এখন মোবাইল থেকে ব্যাংক হিসেবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। তবে আগের মতো মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা করা যাবে।

নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close