কৃষিশিল্প-বানিজ্য

মৌসুমে সার সংকট, বিপাকে কৃষক

ঢাকা অর্থনীতি ডেস্ক: আমান ধানের খরিপ-২ মৌসুমের মাঝামাঝি সময়ে সার সংকটে নড়াইলের কৃষকরা।

সার সংকটের ফলে রোপা আমন, আগাম সবজি ও মাছ চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বাজারে সারের সংকটের বিষয়টি সাময়িক বলছে কর্তৃপক্ষ।

আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে আমন ধান রোপন করার সময়। আর এই মৌসুমে ইউরিয়া এবং নন ইউরিয়া টিসপি ও এমওপি সার কৃষকের কাছে খুবই জরুরি। নড়াইলে সারের দোকানগুলোতে এর কোনটিই পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।

কৃষকরা জানান, এখনই পর্যপ্ত সার না প্রয়োগ করতে না পারলে আমন ফসলের পাশপাশি চলমান সবজি, আগাম শীতকালীন শাক-সবজি ও মৎস্য চাষ নিয়ে বিপাকে পড়বেন তারা। জেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ডিলাররা বলছেন, কৃষকদের চাহিদার তুলনায় অর্ধেকও সরবরাহ সম্ভব হচ্ছে না।

যদিও কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সার মজুদ আছে এবং ডিলারদের নিয়মিত সরবরাহ করা হচ্ছে। আর কৃষকদের সারের সংকট সমাধানে সরবরাহ ঠিক রাখতে কাজ করছে প্রশাসন।

কৃষি উৎপাদনের সহায়তায়, উপকরণ সরবরাহে উদ্যোগি হবে কর্তৃপক্ষ এমটাই প্রত্যাশা কৃষকদের।

Related Articles

Leave a Reply

Close
Close