তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

রাজধানীতে গণপরিবহনের তথ্য জানাবে গুগল ট্রানজিট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার। রাজধানীতে গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে নেয়ার নতুন ফিচার চালু করেছে গুগল।

বৃহস্পতিবার(০৩ ডিসেম্বর) থেকে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের জন্য প্রাথমিকভাবে গুগল ট্রানজিট ফিচারটি প্রযোজ্য হবে।

এর মাধ্যমে গুগল ট্রানজিট ব্যবহারকারী জানতে পারবে বাস স্টপেজ কোথায়, কত দূরত্বে, কত সময় লাগবে, গন্তব্যে যেতে কোন বাসে উঠতে হবে, কোন পথে যেতে হবে, কোন স্টপেজে থামতে হবে, নির্ধারিত গন্তব্যের ভাড়া কত, আনুমানিক দূরত্ব এমনকি কত সময় লাগবে তাও জানাবে গুগল ট্রানজিট।

গুগল ট্রানজিট যেভাবে ব্যবহার করতে হবে-

১> ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে

২> অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করতে হবে

৩> রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটা ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে

৪> বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যেকোন বাস স্টপ ট্যাপ করতে হবে।

৫> রুটের স্টপেজ সংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে

লোকেশন ও রুট সম্পর্কে ধারণা পেকে কেউ যদি মিরপুর ১০ থেকে লালবাগ কেল্লায় যেতে চান তাহলে তাকে দু’টি লোকেশনে টাইপ করতে হবে। তারপর, গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে কাছের বাস স্টপেজে যাওয়ার পথ, কোন বাসে উঠতে হবে, কোন রুটে যেতে হবে ও কোন স্টপেজে নামতে হবে, গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়া সংক্রান্ত তথ্য জানিয়ে দিবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close