দেশজুড়ে

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৬ মে) রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

আটককৃতরা হলেন- জহির হোসেন (২৬), মো. রাসেল (২৮), মো. মিজানুর রহমান মিজান (৩০), মানিক (২৩), ও আবুল কালাম (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৪টায় র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, তারা (ছিনতাইকারা) দীর্ঘদিন ধরে বংশাল, সদরঘাট, গুলিস্থান ও আশপাশ এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।

তাদের বিরুদ্ধে গুলিস্তান থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close