প্রধান শিরোনামশিল্প-বানিজ্য

রাজধানীতে যেসকল স্থানে মিলবে ৪৫ টাকায় পেঁয়াজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাদেশে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাজধানীর ঢাকার ৩৫টি পয়েন্টে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে ৪৫ টাকা করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ঢাকায় যেসব স্থানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্যঃ সচিবালয়ের গেইট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি ফার্মগেট;  কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত; আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা; মিরপুর-১ নম্বর মাজার রোড, মিরপুর-১০ নম্বর গোল চত্বর,  শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, আইডিয়াল স্কুল, বনশ্রী; বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর,  খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।

Related Articles

Leave a Reply

Close
Close