প্রধান শিরোনামবিশ্বজুড়ে

রাশিয়ায় হঠাৎ পুতিনের নির্দেশে সামরিক মহড়া শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই রাশিয়ার তিন বাহিনীর সদস্যরা আকস্মিক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেয়ার পর পরই ওই মহড়া শুরু হয়েছে।

শুক্রবার নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এ মহড়া চালানোর নির্দেশ দেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেছেন।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close