দেশজুড়ে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন: হাইকোর্ট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার(৩১ জুলাই) মাদারীপুর কাঠালবাড়ি ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের বেঞ্চ এ মন্তব্য করেন।

অতিরিক্ত সচিবের নিচে নন এমন পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ওই ঘটনা তদন্ত করার নির্দেশও দেন আদালত।জনপ্রশাসন সচিবের প্রতি এ নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

শুনানিতে ভিআইপি প্রটোকল বিষয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন, বাকিরা সবাই রাষ্ট্রের কর্মচারী।শুনানিতে হাইকোর্ট আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নিরাপত্তার বিষয় থাকে সেটি বিবেচনা করতে হয়।

একই সঙ্গে তিতাসের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহির উদ্দিন লিমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

Related Articles

Leave a Reply

Close
Close