দেশজুড়ে

রিসোর্টে ঘুরতে গিয়ে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্ক:সরকার ঘোষিত কঠোর লকডাউনকে উপেক্ষা করে ঈদ পরবর্তী বিনোদনের জন্য ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন ২৫ জন ভ্রমণ পিপাসু নাগরিক। পরে মোবাইল কোর্টের কাছে জরিমানা গুনে তাদের শেষ রক্ষা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠের পুল নামক স্থানে ‘কিং অব কসবা’ নামক রিসোর্টে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। কিন্তু শুক্রবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকার ‘কিং অব কসবা রিসোর্টে’ স্বাস্থ্যবিধি এবং সরকার ঘোষিত বিধিনিষেধকে অমান্য করে অনেকে ঈদ পরবর্তী বিনোদনের জন্য ঘোরাঘুরি করতে এসেছিলেন।

এমন সংবাদ পাওয়ার পর রিসোর্টে অভিযান পরিচালনা করে ২৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, লকডাউন বাস্তবায়নে আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close