দেশজুড়েপ্রধান শিরোনাম

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি; ইসি কর্মচারী ৫ দিনের রিমান্ডে

ঢাকা অর্থনীতি ডেস্ক : রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং এনআইডি পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী মোস্তফা ফারুক।

চট্টগ্রাম মহানগরীর   কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) মহানগর হাকিম আবু ছালেহ মো. নোমানের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন জানান, মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজমের পক্ষ থেকে ফারুককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আদালত মোস্তফা ফারুককে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

গত মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মোস্তফা ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজমে ডাকা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী হামজারবাগের একটি বাসা থেকে দুইটি ল্যাপটপ, ১টি মডেম, ১টি পেনড্রাইভ, ৩টি সিগন্যাচার প্যাড, আইডি কার্ডের লেমিনেটিং সরঞ্জাম ইত্যাদি উদ্ধার করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে নির্বাচন কমিশনের কর্মচারী জয়নাল আবেদিন ও তার দুই সহযোগী বিজয় দাশ (২৬) এবং সীমা দাশকে (২৩) আটক করে পুলিশে দেয় চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়।

/ আরজে

 

Related Articles

Leave a Reply

Close
Close