খেলাধুলাপ্রধান শিরোনাম

লাল-সবুজ পতাকার পেছনের গল্পটা কি ছিল?

ঢাকা অর্থনীতি ডেস্ক: রণাঙ্গনে অস্ত্র হাতে লড়াই করার মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। জাতি পেয়েছে লাল-সবুজের একটি পতাকা । এটি বাঙালি জাতির নারী ছেড়া ধন। এই পতাকা আমাদের শৌর্যের প্রতীক।

এই পতাকার পেছনের গল্প তুলে ধরেছেন ক্রিকেটার মুশফিকুর রহীম। বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি জাতীয় পতাকা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি সাড়া ফেলেছে নেটিজনদের মাঝে।

মুশফিক লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।’

তিনি লেখেন, ‘সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়।

আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close