দেশজুড়ে

শান্তি-শৃঙ্খলায় আবারও শ্রেষ্ঠ ‘ওসি’ সওগাতুল

নিজস্ব প্রতিবেদক:   আবারও শান্তি-শৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জ হিসেবে  ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠত্বের মুকুট পেলেন মাদারীপুর সদর থানার সওগাতুল আলম। তিনি ডিসেম্বর (২০১৯) মাসের রেঞ্জ সেরা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুরস্কার পেলেন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ এর  ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিসেম্বর (২০১৯) মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলমকে পুরস্কৃত করেন রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।

ওয়ারেন্ট তামিল, উদ্ধার, কমিউনিটি পুলিশিং, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ মাদারীপুর সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় অফিসার ইনচার্জ (ওসি) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সহ ঢাকা রেঞ্জের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

 গত বছরের ১৭ জুন মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সওগাতুল আলম যোগদান করার পর সেপ্টেম্বর মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন।

এছাড়া মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন।

এবিষয়ে সওগাতুল আলম বলেন,  এ ধরনের পুরস্কার দ্বায়িত্ব আরও বাড়িয়ে দেয়। ২য় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মী ও পরিবারের সদস্যদের। ভবিষ্যতে আরো ভালো কাজ করার অঙ্গীকার করছি।

সওগাতুল আলম মাদারীপুর সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে জনবান্ধব পুলিশিং তৎপরতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের জনসেবামূলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

সওগাতুল আলম কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের  সন্তান। তাঁর বাবা মো. সাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা আমাতুর রহমান একজন  গৃহিণী।

Related Articles

Leave a Reply

Close
Close