দেশজুড়ে

শাপলা পাতা মাছ জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৮ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার বাগড়ি হাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে শাপলা পাতা মাছটি জব্দ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোক্তার হোসেন ওই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোক্তার হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিলুপ্ত প্রায় এ মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close