দেশজুড়ে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ মে) মধ্যরাতে সিঙ্গাপুর থেকে ফেরা এক ব্যক্তির কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস।

আব্দুস সালাম নামের ঐ ব্যক্তিকে চলাফেরায় সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০৩টি স্বর্ণের বার।

জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় সোয়া ১০ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরের ভেতরে আটক রাখা হয়েছে।

২৪ ঘণ্টা পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Close
Close