দেশজুড়েপ্রধান শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের আড়াইশ’ কেজি সিলিন্ডার বোমা উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় আড়াইশ’ কেজি ।

বুধবার বিকেলে বিমানবন্দর এলাকা থেকে বিশালাকৃতির পরিত্যক্ত বোমাটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডার সাদৃশ্য বোমাটি দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। তাৎক্ষনিক কর্তৃপক্ষ বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় । তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা।

ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাঁটিতে নেয়া হচ্ছে।

এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close