দেশজুড়েপ্রধান শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে ওই বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে মাধ্যমে বেশকিছু অবৈধ সোনার বার দেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি বাড়ান।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফ রহমান জানান, সোনার বার উদ্ধারের ঘটনায় কাস্টমস আইনি ব্যবস্থা নেবে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর ইকে ৫৮২ অবতরণ করে। সেই ফ্লাইটের যাত্রীর কাছে লুকানো অবস্থায় ৬০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা বারগুলোর ওজন ৬ কেজি ৯০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে সোনার বার পাচারকারী যাত্রীকে আটক করার বিষয়ে কিছু জানাননি কাস্টমসের এ কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close