দেশজুড়ে

শিবালয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন-বিক্রি; এক ব্যক্তিকে আর্থিক দন্ড

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ইছামতি নদীর তীর থেকে রাতে আঁধারে অবৈধ ভাব মাটি উত্তোল করে বিক্রয়ের দায়ে মাটি ব্যবসায়িক আলী মোহনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (০৬ এপ্রিল) বিকালে উপজেলার উথুলী ইউনিয়নের কলাবাগান এলাকায় এ দন্ড করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ। দন্ড প্রাপ্ত মোহন ওই এলাকার নাজিমুদ্দিনের ছেলে। এ সময় মাটি কাটায় ব্যবহারিত এক্সকেভেটর( ভেকু) ও চারটি ট্রাক
জব্দ করা হয়।

ইউএনও ফিরোজ মাহমুদ জানান, করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে উপজেলা প্রশাসনসহ অন্য সবাই ব্যস্ত সময় পার করছে। এ সুয়োগে উপজেলার কলাবাগান এলাকায় ইছামতী নদীর তীর থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছে এক ব্যক্তি। মাটি বহনকারী ট্রাক চলাচলে গ্রামীণ সরকারি রাস্তা গুলো নষ্ট করছে। এ কারনে আজ বিকালে অভিয়ান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলী মোহনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাটি কাটায় ব্যবহারিত চারটি ট্রাক ও ভেকু জব্দ করা হয়।

অপর দিকে পাটুরিয়া ঘাটের কাছে নালী এলাকায় যাত্রী বহনের দায়ে এক মিনি ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close