দেশজুড়ে

শিবালয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, অভিভাবককে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ইউএনওর হস্তক্ষেপে ১৫ বছর বয়সী ৯ম শ্রেনীর এক শিক্ষার্থী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বাল্য বিয়ের আয়োজনের অপরাধে ওই ছাত্রীর মা ওজিফা বেগমকে তিন হাজার টাকা অর্থদন্ডসহ মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলার উলাইল এলাকার সরষাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) এএফএম ফিরোজ মাহমুদ জানান, উপজেলার উলাইল এলাকায় নবম শ্রেনীর এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়। নোটারীর মাধ্যেমে বয়স বাড়ানো ও বিবাহে সহযোগিতা করার কারনে ওই ছাত্রীর মাকে তিন হাজার টাকা জরিমানাসহ মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সর্তক করা হয়।

এসময় উপজেলায় বাল্য বিবাহের কোন ঘটনা থাকলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবিহিত করার জন্য সর্বসাধারনকে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close