বিনোদন

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ জন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের ‘শিল্পকলা পদক’ ঘোষণা করা হয়েছে। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পকলা পদক পাচ্ছেন ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান।

সোমবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, রাষ্ট্রপতির সদয় অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। মনোনীতদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সনদ ও এক লাখ টাকার চেক প্রদান করা হবে।

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন
১. যন্ত্রসঙ্গীত– মো: নূরুজ্জামান
২. নৃত্যকলা– শারমীন হোসেন
৩. কণ্ঠসংগীত– সাদি মহম্মদ
৪. চারুকলা– বীরেন সোম
৫. নাট্যকলা– অধ্যাপক আবদুস সেলিম
৬. লোকসংস্কৃতি– মো: নহীর উদ্দিন
৭. চলচ্চিত্র– ড. মতিন রহমান
৮. আবৃত্তি– কাজী মদিনা
৯. যাত্রাশিল্পী– এম. এ. মজিদ
১০. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক– জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

২০২২ সালে শিল্পকলা পদক পেয়েছেন
১. যন্ত্রসঙ্গীত– ফোয়াদ নাসের
২. নৃত্যকলা– সাজু আহম্মেদ
৩. কণ্ঠসংগীত– এলেন মল্লিক
৪. চারুকলা– অধ্যাপক অলক রায়
৫. নাট্যকলা– খায়রুল আলম সবুজ
৬. লোকসংস্কৃতি– সুনীল কর্মকার
৭. ফটোগ্রাফি– রফিকুল ইসলাম
৮. আবৃত্তি– মীর বরকতে রহমান
৯. যাত্রাশিল্পী– অরুণা বিশ্বাস
১০. সৃজনশীল সাংস্কৃতিক গবেষক– ড. সফিউদ্দিন আহমদ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close