বিশ্বজুড়ে

শীর্ষ ধনী দেশ চীন

ঢাকা অর্থনীতি ডেস্ক: দুই দশকে পৃথিবীর মোট সম্পদের পরিমাণ তিনগুণ বেড়ে গেছে। আর এ দৌড়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষ ধনী দেশের অবস্থান দখলে নিয়েছে চীন।

২০০০ সালে পৃথিবীর সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশ চীনের দখলে।

২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা ১২০ ট্রিলিয়নে ঠেকেছে। শীর্ষ ১০টি দেশের সম্পদের হিসাবনিকাশ ঘেঁটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডের পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট।

তবে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশেই একটি জায়গায় অভাবনীয় মিল। উভয় দেশেই দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে মাত্র ১০ শতাংশ ধনী পরিবারের হাতে এবং তাদের অংশ ক্রমেই বাড়ছে।

ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুসারে, বিশ্ব অর্থনীতিতে ছড়ি ঘোরাচ্ছে মূলত রিয়েল এস্টেট বা আবাসন বাণিজ্য। এর প্রভাব পড়ছে গোটা পৃথিবীতে। চীন-যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ অর্থনীতির দেশেও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাড়ি বা জমির দাম। ফলে সেখানে গৃহহীনের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিশ্বের ৬০ শতাংশ সম্পদের মালিকানা দশটি দেশের হাতে। গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সম্পদও দ্বিগুণের বেশি হয়ে ৯০ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। শীর্ষ দশের বাকি দেশগুলো হল জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো ও সুইডেন।

Related Articles

Leave a Reply

Close
Close