দেশজুড়ে

শুভেচ্ছা বক্তব্যে ‘খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী’ বলে বিপাকে মাদরাসা অধ্যক্ষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারি বরাদ্দে মাদরাসার উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় পরপর দুবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তোপের মুখে পড়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমনতলি ফাজিল মাদরাসার অধ্যক্ষ। পরে উপস্থিত মানুষ ও রাজনৈতিক নেতাদের তোপের মুখে ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

সরকারি বরাদ্দে ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে গুমনতলি ফাজিল মাদরাসায় একটি দুর্যোগ প্রশমন ভবন নির্মাণ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন। আর এ উদ্বোধন উপলক্ষে মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মুহিদ।

জানা যায়, নিজের শুভেচ্ছা বক্তব্য দিতে মঞ্চে উঠেই অধ্যক্ষ মুহিদ ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ পরপর দুবার উচ্চারণ করেন। মুহূর্তেই উপস্থিত অতিথিদের মধ্যে ঘোর প্রতিবাদ ওঠে। তারা মারমুখী হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে জনগণের তোপের মুখে ভবন ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার (অধ্যক্ষ) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Close
Close