দেশজুড়ে

শের-ই-বাংলা মেডিক্যালের ইন্টার্ন ডাক্তার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) শিক্ষানবিশ চিকিৎসক ‘এ এস এম সাইদ সোহাগ’ গত ২৩ জুন থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় ডায়েরি করা হয়েছে।

তিনি পিজিটি কোর্সে অধ্যয়নরত। নিখোঁজ সাইদ সোহাগের বাড়ি ঝিনাইদহের মহেষপুর থানার সরূপপুর গ্রামে। বাবার নাম মশিউর রহমান, মায়ের নাম মনোয়ারা খাতুন।

হোস্টেলের কক্ষে গিয়ে দেখা যায়, মোবাইল ফোনসেটটি কক্ষের মেঝেতে পড়ে আছে। মানিব্যাগ টেবিলের ওপর। কাপড়-চোপড় ও বইপত্র সবই ঠিকঠাক আছে। শুধু এ এস এম সাইদ সোহাগ নেই।

নিখোঁজ সোহাগের বড় ভাই শামীম সরোয়ার জানান, সাইদ সোহাগ ইন্টার্ন ডক্টরস হোস্টেলের নিচতলার একটি কক্ষে থাকতেন। গত ২৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে তন্ময় নামের এক লোক মোবাইলে তাঁকে জানান, সাইদ সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিনি ভাইয়ের মোবাইলে ফোন দিলে প্রথমে রিসিভ হয়নি, পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে তিনি বরিশাল গিয়ে ভাইয়ের খোঁজ নিয়েও পাননি।

Related Articles

Leave a Reply

Close
Close