দেশজুড়েপ্রধান শিরোনাম

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ঢাকা অর্থনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাদের নাম প্রকাশ করছি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন, কুমিল্লার এরোমা দত্ত।

সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রাম শামিমা হারুন, দিলারা ইউসুফ, ওয়াসিকা, নোয়াখালীর ফরিদা খানম, ১৪ দলের অনুরোধে আনান আরা বেগম।

এর আগে আজ গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ই মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৮ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৫৩ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তন্মধ্য থেকে মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close