দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রতিদিনিই আমাকে মেরে ফেলে: ওবায়দুল কাদের

ঢাকা অর্থনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি তো প্রতিদিনি মরি, মরে যাই। প্রতিদিনি আমাকে অনলাইনে মেরে ফেলে।

তিনি বলেন, আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কী, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে?

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাত ২টায় সাংবাদিকরা ফোন করে বলে আমি সুস্থ আছি কিনা। আমি তখন বলেছি কেন? তখন সাংবাদিকরা বলে আমরা শুনেছি আপনি অসুস্থ।

এ সময় বলিউডের পাঠান সিনেমা দেশে আসবে কিনা সে বিষয়েও কথা বলেন তিনি। কাদের বলেন, আমার মনে হয় এটা ভালো। এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময় থাকা ভালো।

তিনি বলেন, এক সময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখিছি। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার বই বেশি দেখতাম। আমার মনে হয় তারা বাংলা সিনেমার সবেচেয়ে ভালো এ্যাক্টর। তাদের কোনো তুলনা হয় না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবি মাঝে মাঝে দেখা হতো। রহমান-শবনম এ জুটিটা ভালো ছিল।

Related Articles

Leave a Reply

Close
Close