তথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম

সচল হচ্ছে জিমেইল, কাটছে সমস্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশসহ সারাবিশ্বে জিমেইল’র সেবা পেতে চরম সমস্যায় পড়েছিলেন সেবাগ্রহীতারা। সার্ভার ডাউন হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে চরম ভোগান্তি শুরু হয়। তবে সেই সমস্যার কিছুটা সমাধান করা হয়েছে। আগের মতোই সচল হচ্ছে জিমেইল। সংযুক্ত করা যাচ্ছে অ্যাটাচমেন্টও।

বিশ্বজুড়ে অসংখ্য জিমেইল ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন যে, জিমেইল ব্যবহারের সমস্যায় পড়ছেন তারা। সমস্যা খুঁজে পাচ্ছিলেন গুগলের জিস্যুট ব্যবহারকারীরাও। বিশেষ করে সমস্যা হচ্ছিল জিমেইল ও গুগল ড্রাইভে। অনেকে গুগলের অন্যান্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছিলেন।

অবশেষে সমস্যার আংশিক সমাধান হয়েছে। তবে এখনো কিছু কিছু ব্যবহারকারী সমস্যায় রয়েছেন। এদিকে গুগল জানায়, সার্ভার ডাউনের কারণে এমনটি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় এ টেক জায়ান্ট।

বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিস্যুটের ওপর নির্ভর করে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close