খেলাধুলাপ্রধান শিরোনাম

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেছে অনেক ক্রিকেট সিরিজ। বাংলাদেশেরও বেশ কিছু সিরিজ এই মহামারির কারণে পিছিয়েছে। এর মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাসমান সাগরপাড়ের দেশে সিরিজ খেলতে যাবে টাইগাররা।

মঙ্গলবার সংবাদমাধ্যকে এই তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে। কিছুদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা জানিয়েছে তার মধ্যে আমাদেরও একটা ট্যুর রয়েছে। এটা আগামী বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’

নিউজিল্যান্ড সিরিজ ছাড়া বাংলাদেশের আরো কিছু সিরিজ করোনার কারণে স্থগিত হয়েছে। শিগগিরই বাকি বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে সেসব সিরিজ আয়োজন করার ব্যাপারে আশাবাদী বিসিবি।

এ ব্যাপারে বিসিবি সিইও বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত চারটা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোর বাইরে একটি টেস্ট বাকি ছিল, পাকিস্তানের সঙ্গে। যেহেতু মাত্র একটি টেস্টের ব্যাপার সেক্ষেত্রে আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে আমরা এটা ঠিক করব আশা রাখি। বাকিগুলোও সময় বুঝে আয়োজন করা হবে।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close