করোনাদেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

সব ঠিক থাকলে জুলাই মাস থেকে আবারও গণটিকা দেয়া শুরু হবে; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

ঢাকা অর্থনীতি ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে আবারও গণটিকা দেয়া শুরু হবে-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস। তিনি বলেন, ‘সিলেকটিভ নয়, অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রয়োগ করা হবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে প্রধনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

আহমেদ কায়কাউস জানান, ১৪ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পৃথিবীতে যারাই ভ্যাকসিন তৈরি করছে, সবার সাথেই যোগাযোগ করছে বাংলাদেশ। এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে। শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে।

লকডাউনের বিষয়ে এ সময় তিনি জানান, পুরোদেশ একসাথে লকডাউনের সম্ভাবনা নেই। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close