দেশজুড়েপ্রধান শিরোনাম

সভা-সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে অনুমতি নেয়া লাগবে: ইসি

ঢাকা অর্থনীতি ডেস্ক: আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের সভা-সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে কমিশনের অনুমতি নেয়া লাগবে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সাথে এক বৈঠক শেষে তিনি একথা জানান।

এ সময় অতিরিক্ত সচিব জানান, পর্যবেক্ষকরা ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবেন। নির্বাচন নিয়ে তারা কোড অব কনডাক্ট ও আইন বিষয়ে জানতে চেয়েছেন। পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন স্থানে যাবেন বলেও জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।

এর আগে মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন ধার্য করে তফসিল ঘোষণার পর ঢাকায় এটাই হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close