বিশ্বজুড়ে

সর্বাত্মক যুদ্ধ শুরু করলে লেবানন পরিণত হবে ‘গাজা’য়: নেতানিয়াহু

ঢাকা অর্থনীতি ডেস্ক: হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুতের অবস্থাও হবে ‘গাজা’র মতো। এ হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সফরে তার সঙ্গী ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালোন্ত। এসময় সেনা কর্মকর্তারা তাদের কাছে উত্তরাঞ্চলের সীমান্তের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিজবুল্লাহকে দেন কড়া বার্তা।

নেতানিয়াহু বলেন, লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী যদি তাদের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু করে, তবে বৈরুত হবে গাজা এবং দক্ষিণ লেবানন হবে খান ইউনিস। আর, এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close