দেশজুড়েপ্রধান শিরোনাম

সহসাই অনলাইন সংবাদ পোর্টালের রেজিস্ট্রেশনঃ তথ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সহসাই দেশের অনলাইন সংবাদ পোর্টালের রেজিস্ট্রেশন বা নিবন্ধন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি- (ডিআরইউ)-এর প্রতিষ্ঠাবার্ষিকী সভায় এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি সবসময় সাংবাদিকদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১১ বছরে দেশের গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। প্রিন্ট, ইলেকট্রনিক মাধ্যম তিনগুণ হওয়ার পাশাপাশি কয়েক হাজার অনলাইন সংবাদ পোর্টাল হয়েছে, যেগুলোর নিবন্ধন বিষয়ে দ্রুত কাজ চলছে।

গণমাধ্যম জগতে যারা সত্যিকার ভূমিকা রাখছে, তারা রেজিস্ট্রেশন পাবে উল্লেখ করে তিনি বলেন, যেসব অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না, হীন উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি ছড়ায় ও নানা অনৈতিক কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর যেসব অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, গণমাধ্যম জগতে সত্যিকার ভূমিকা রাখছে, তারা রেজিস্ট্রেশন পাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close