প্রধান শিরোনাম

সাভারে কাল থেকে বন্ধ মার্কেট ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য বিধি না মানায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় আগামীকাল থেকে সাভারের সকল বিপনী বিতান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে শনিবার (১৬ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ঘোষিত শর্তসাপেক্ষে গত ১০ তারিখ থেকে সীমিত পরিসরে সাভারের বিপনী বিতানগুলো চালু করা হলেও গত ৫ দিনে মার্কেট ও শপিংমলগুলোতে ক্রেতা-বিক্রেতারা সরকারী নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না। একই সাথে বিপনী বিতানগুলোতে সামাজিক দূরত্বও নিশ্চিত হচ্ছে না। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল ১৭ মে থেকে সাভারের সকল বিপনী বিতান, দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় দব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close