প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে দিনে দুপুরে ডাকাতি, আটক ২

নিজস্ব প্রতিবেদক : সাভারে দিনে দুপুরে একটি বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশ করে ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এসময় ৪ ডাকাত সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে।

রোববার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম পিপিএম। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের ইমান্দিপুর এলাকার রহিমা বেগমের বাড়ীতে এঘটনা ঘটে।

আটকরা হলেন- সাভারের মধ্য ইমান্দিপুর এলাকার মেসবাউদ্দিনের ছেলে অপু (৩০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনজিল এলাকার মৃত রহমানের ছেলে সুমন ওরফে নুর আলম (৩৪)।

পুলিশ জানায়, সকালে ওই এলাকার রহিমা বেগমের বাড়িতে ৬ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় ডাকচিৎকার করে ভুক্তভোগীরা। এসময় ডাকাত দলের ৪ সদস্য পালিয়ে যায়। চিৎকার শুনে বাকি দুইজনকে স্থানীয়রা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২ জন ডাকাতকে আটক করেন। এসময়
দেশীয় অস্ত্রশস্ত্র ও সুষ্ঠিত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, বাকি ডাকতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close