প্রধান শিরোনামবিশ্বজুড়ে

কলকাতায় তিন বাংলাদেশি ‘জঙ্গি’ গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের কলকাতায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ জুলাই) রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
কলকাতা পুলিশের দাবি, নব্য জেএমবির সদস্য। তারা প্রত্যেকেই জেএমবির বড় মাপের নেতা। তবে তারা কেন কলকাতায় গিয়েছিল, কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাদের সঙ্গে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

এসটিএফ এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই রোববার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না এবং তাদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার (১২ জুলাই) তাদের কলকাতার আদালতে তোলা হবে।
সূত্র: আনন্দবাজার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close