দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠক মুন্সি ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদ’কে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় বিভিন্ন উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার ৪ টি মামলা রয়েছে।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪।

এরআগে গতকাল শুক্রবার (১১ মার্চ) সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্সি ইকবাল আহমেদ গোপালগঞ্জ জেলার বাসিন্ধা।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ এর নেতা ছিল মুন্সী ইকবাল আহমেদ। পরে ২০০৪ সালের ২১শে মে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলার ঘটনার পর তাদের উপর গোয়েন্দা নজরদারি বেড়ে যাওয়ায় আনসার আল ইসলাম এর সাথে কাজ শুরু করে। বর্তমানে সে ‘‘আনসার আল ইসলামের’’ অন্যতম ‘‘সংগঠক’’ বলে স্বীকার করেছে। সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে ১১ মার্চ ২০২২ তারিখ রাতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছিল বলে জানায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে “আনসার আল ইসলাম” এর সংগঠক হিসেবে অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার প্রচারণার প্রমানও জব্দ করা হয়েছে।

র‌্যাব আরো জানান, মুন্সি ইকবাল আহমেদ গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করে। পরে সাভারে বসবাস শুরু করেন। সে পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে তৃতীয়। সে আলোচিত জঙ্গি সংগঠন হুজি বি এর প্রধান মুফতি হান্নানের ভাই। মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামী যার পরবর্তীতে ফাসি কার্যকর হয়। তার আরো দুই ভাই মৃত্যুদন্ড আদেশপ্রাপ্ত। গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কয়েকবছর যাবৎ নিষিদ্ধ ঘোষিত ‘‘আনসার আল ইসলাম’’ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাহিরে আফগানিস্থানে পলাতক থেকে প্রশিক্ষণ নেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close