সাভারস্থানীয় সংবাদ

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় ডা. দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই বছর জেলে আটক রেখেছে। এখনো তিনি মুক্ত হতে পারেনি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন। সারা দেশে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার। আজ সারাদেশে তারা যে মিথ্যা ফুলঝুড়ি দিয়ে ছিল, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। কোথায় উন্নয়ন? গ্রামগঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে। সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া ইভিএমের মাধ্যমে ছলচাতুরি আবার ক্ষমতায় যাওয়ার সুযোগ শেখ হাসিনাকে দেওয়া হবে না।

এ কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শরিফুল আলম, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও ঢকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Close
Close