প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে বিষাক্ত রং দিয়ে সেমাই তৈরি; নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারীকে জরিমানা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: ট্রেক্সটাইলের বিষাক্ত কেমিক্যালের রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি ও বাজারজাত করার দায়ে সাভারে একটি সেমাই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব -৪ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব -৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়াপুর এলাকায় মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারী নামে প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেক্সটাইলের কাপড়ের ব্যবহৃত বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে নাছির ফুড নামে প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৭৫ মন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে র‌্যাব -৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close