প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার(০২ জানুয়রি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে কর্তব্যরত চিকিৎসক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর পরিবার ও আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশু কিশোরগঞ্জে তার দাদার বাড়িতে থাকে। শিশুটি সেখানেই একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা-মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া থাকেন। গত শনিবার কিশোরগঞ্জ থেকে তার দাদির সঙ্গে বাবা-মায়ের কাছে বেড়াতে আসে।

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে ওই ভাড়া বাসার পাশের সড়কে খেলাধুলা করছিল সে। এ সময় এক যুবক তাঁকে কথা বলার ছলে পাশের একটি বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। একপর্যায়ে শিশুটি পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ১০ টার দিকে শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় পরিবার।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে বাসার সামনে খেলছিল। সেখানে একটা লোক এসে আন্টির সঙ্গে দেখা করানোর কথা বলে তাকে ডেকে নিয়ে পাশের একটা বাসায় যায়। কিছুক্ষণ পরে সে বের হয়ে এসে তার দাদিকে বলে, “আমাকে মেরে ফেলল”। পরে সে তার দাদিকে ওই লোকটাকে দেখায়। কিন্তু তার দাদি ছেলেটিকে ডাক দিতেই সে মুখ ঢেকে দৌড় দিয়ে চলে যায়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা আসমা সিদ্দিকা বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ একরামুল হক বলেন, ‘ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close