দেশজুড়ে

সীমার মধ্যে থেকে কাজ করুন, কূটনীতিকদের হানিফ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের উৎসাহী তৎপরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে দৌড়ঝাঁপের সমতুল্য বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিদেশি কূটনীতিকদের সীমারেখা মেনে নির্বাচন পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন হলো স্থানীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা যে তৎপরতা শুরু করেছে, তা নজিরবিহীন অপতৎপরতা। এটা অত্যন্ত দুঃখজনক।’ হানিফ বলেন, ‘বাংলাদেশ একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। স্থানীয় সরকার নির্বাচনে বিদেশি কূটনীতিকদের এ ধরনের দৌড়ঝাঁপ অবিশ্বাস্য। এটা গোটা জাতিকে হতাশ ও ব্যথিত করেছে।’

উন্নয়ন সহযোগী হিসেবে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়ন সহযোগী হিসেবে কূটনীতিকদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তারা উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। তবে আমরা আশা করি সীমার মধ্যে থেকে তারা তাদের কথাবার্তা, চিন্তাচেতনা তুলে ধরবেন।’

নির্বাচন বিতর্কিত করতে বিএনপি ষড়যন্ত্র করছে অভিযোগ করে হানিফ বলেন, তারা যে নির্বাচনকে বিতর্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কর্মকাণ্ডে সেটা প্রমাণ হয়েছে। গোপীবাগে কাউন্সিলর অফিসে যে হামলার ঘটনা ঘটেছে সেটা হয়েছে বিএনপির প্রার্থী ইশরাকের নেতৃত্বে। ওই হামলায় যে গুলি করেছে সে ইশরাকের ব্যক্তিগত সহকারী আশিকুল ইসলাম। অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাধ্যমে প্রমাণ হয় বিএনপি তাদের সন্ত্রাসী মনোভাব থেকে বের হয়ে আসতে পারেনি।’

হানিফ বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আগামীকালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্ভয়ে জনগণ ভোট দিতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ অনেকে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close