দেশজুড়েপ্রধান শিরোনাম

সুনামগঞ্জে ট্রলারডুবিতে মা-ছেলেসহ ৯ জনের লাশ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাইল্যাকুটার হাওরের করমা বিল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকাবাসী চার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে। বুধবার ভোরে একই বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন, উপজেলার নোয়ারচর গ্রামের আবজাল মিয়ার স্ত্রী আজিরুন (৩০), ছেলে আসাদ (৫), মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রুহিতুননেছা (৩৫), একই গ্রামের জমশেদ আলীর মেয়ে শান্তা (৩), পরুয়ার নজিব উল্লার স্ত্রী করিমা (৭০), মাছিমপুরের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া (২), বদরুল মিয়ার ছেলে আবির মিয়া(৩), পেরুয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শহীদুল (৪), নোয়ারচর গ্রামের আনজল মিয়ার ছেলে সোহান মিয়া।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দিরাই উপজেলায় মাছিমপুর গ্রামের তাসমিনা (১১)

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকার লোকজন ছোট ছোট নৌকা নিয়ে বিলে তল্লাশি চালিয়ে চার শিশুসন্তানের মরদেহ বিলের ভাসমান পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। বুধবার ভোরে বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে গ্রামের হাবলু মিয়ার পরিবারের লোকজন পার্শ্ববর্তী চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে ফিরোজ মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। মঙ্গলবার বিকালে তারা ছাউনিবিহীন খোলা ইঞ্জিনচালিত ট্রলারে মাছিমপুর থেকে পেরুয়া গ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রলারে ৩১ যাত্রী ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মাছিমপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাইল্যাকুটার করমা বিলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে অন্যদের উদ্ধার করেন। এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, এ নিয়ে পুলিশ নয়জনের লাশ উদ্ধার করেছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজের লাশ উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close