খেলাধুলা

সেই উইকেটেই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বকাপের উদ্বোনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইস্ট লন্ডনের দ্য ওভালে। ওইদিন টস হেরে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শুরুতে ইমরান তাহির একটা ধাক্কা দিলেও নিজেদের বেশ ভালোবাবেই সামলে নিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা করে ৩১১ রান।

জবাব দিতে নেমে উল্টো ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। খেলতে পেরেছিল মাত্র ৩৯.৫ ওভার। ১০৪ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে প্রোটিয়ারা।

সেই দ্য ওভালেই আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা, যারা উদ্বোধনী ম্যাচে হেরেছে বিশাল ব্যবধানে।

ওভাল সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কিউরেটরের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার অনুষ্ঠিত ম্যাচের একই উইকেটেই হবে আজকের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। অর্থ্যাৎ, এক অর্থে রান প্রসবীনি উইকেট, অন্যদিকে আবার কোনো কোনো ক্ষেত্রে বোলাররাও হয়ে উঠতে পারেন ম্যাচের নিয়ামক। যেমনটা হয়েছিলেন ইংলিশ বোলাররা।

আজ দ্য ওভালের সেই একই উইকেটে ম্যাচ আয়োজনের অর্থ হলো, এখানে স্পিনাররা বাড়তি কিছুটা সুবিধা পাবে। যে কারণে, প্রোটিয়া স্পিনার ইমরান তাহির আগেরদিন জানিয়ে দিয়ে গেছেন, তারা দু’জন স্পেশালিস্ট স্পিনার নিয়েই মাঠে নামবে।

লন্ডনের আজকের পরিবেশ বেশ শান্ত। সকাল থেকেই আকাশ মেঘমুক্ত, সুন্দর পরিবেশ। এমনিতেই রোবাবার হওয়ার কারণে ছুটির দিন। সে কারণে রাস্তঘাটও ফাঁকা। সকাল সাড়ে ৫টার মধ্যে সূর্য উঠে গেছে। তাপমাত্রাও বেশ সহনীয় পর্যায়ে রয়েছে। খুব শীতও নয়, খুব গরমও নয়। ক্রিকেটের জন্য একটা আদর্শ পরিবেশই বলা চলে।

Related Articles

Leave a Reply

Close
Close