কৃষি

ভালো দাম পাওয়ায় এবার পেঁয়াজ চাষ বেড়েছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে এবার পেঁয়াজের দাম বেশি থাকায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তারা।

হঠাৎ করে প্রতিবেশি ভারত দেশ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় দেশে এবার পেঁয়াজের ব্যাপক ঘাটতি দেখা দেয়। আর এতে অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়।

কৃষকরা বলছেন, বিগত কয়েক বছর পেঁয়াজ চাষে তেমন লাভ করতে পারেননি। আবহাওয়া ভালো থাকলে আগামী তিন মাসের মধ্যে পাওয়া যাবে নতুন পেঁয়াজের ফলন।

পেঁয়াজ বীজ বিক্রেতারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার অনেক বেশি পেঁয়াজ আবাদ হচ্ছে। প্রতি মণ পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকায়।

কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় এ বছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা বেড়েছে।

তিনি আরো বলেন, প্রত্যাশিত উৎপাদন পেলে জেলার চাহিদা মিটিয়ে, অন্য জেলায় সরবরাহ সম্ভব হবে চাপাইনবাবগঞ্জের পেয়াজ।

চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে পিয়াজ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গতবারের চেয়ে দ্বিগুণ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close