শিক্ষা-সাহিত্য

স্কুলের একমাত্র পরীক্ষার্থী, তাও ফেল!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও সে ফেল করেছে। অথচ বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক কর্মরত রয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব মিলিয়ে মাত্র ২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল মিজান আহমেদ নামের ওই শিক্ষার্থী। বিধি মোতাবেক ৪০ জন শিক্ষার্থীর স্থলে একজন করে শিক্ষক থাকার কথা। অথচ মাত্র ২৯ জন শিক্ষার্থীর জন্য ওই প্রতিষ্ঠানে রয়েছেন চারজন শিক্ষক।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close