প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল প্রকাশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার সকাল ১০টা ৪৮ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল প্রকাশ হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এ ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলাফল প্রকাশের পর সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফলাফল শুধু অনলাইন ও মোবাইলের মাধ্যমে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছরে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ওই বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ
মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close