ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; আসছে ৫০ টাকা মূল্যমানের রৌপ্য স্মারক মুদ্রা

ঢাকা অর্থনীতি ডেস্ক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোট ও স্মারক নোট আগামী ২৮ মার্চ থেকে বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক।

প্রথমদিন মতিঝিল কার্যালয় থেকে পাওয়া যাবে এই সব মুদ্রা। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও সংগ্রহের তারিখ ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে প্রথমবারের মতো ৫০ টাকা মূল্যমানের রৌপ্য স্মারক মুদ্রাও দেয়া হবে। স্মারক ব্যাংক নোটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মই দেয়া জলরং এর চিত্র অপরিবর্তিত রয়েছে। তবে স্মারক নোটে দেয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা শীর্ষক ছবি।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। (সূত্র: চ্যানেল২৪)

Related Articles

Leave a Reply

Close
Close